Tuesday, September 27, 2022
Sportsম্যানসিটির জার্সিতে হাল্যান্ড

ম্যানসিটির জার্সিতে হাল্যান্ড

বরুশিয়া ডর্টমুন্ড থেকে আর্লিং হাল্যান্ডের সঙ্গে সেই প্রতীক্ষিত চুক্তি করে ফেলেছে ম্যানচেস্টার সিটি।রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের মতো শীর্ষ ইউরোপিয়ান ক্লাবকে টপকে নরওয়েজিয়ান  আর্লিং হাল্যান্ডকে নিজেদের করে নিলো ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা।

 

ম্যানসিটির জার্সিতে আত্মপ্রকাশ ঘটেছে হাল্যান্ডের, ২২ বছর আগে যে দিনে তার বাবা আলফি যোগ দিয়েছিলেন ইতিহাদ স্টেডিয়ামে।সিটিজেনদের সঙ্গে পাঁচ বছরের চুক্তিপত্রে সই করেছেন বর্তমান সময়ের গোলমেশিন।হাল্যান্ডের ম্যানসিটিতে আত্মপ্রকাশ ঘটেছে একটু অন্যভাবে। এই তো সে এখানে, ক্যাপশন লিখে ম্যানচেস্টার সিটি একটি ভিডিও পোস্ট করেছে টুইটারে।২১ বছর বয়সী স্ট্রাইকার আর্লিং হাল্যান্ড  বলেছেন, তাঁর ও পরিবারের জন্য এটা গর্বের দিন। তিনি সবসময় ম্যানসিটিকে দেখেছেন এবং সাম্প্রতিক সিজনগুলোতে তারা যা করেছে ভালো লেগেছে। ম্যানচেস্টার সিটি-র খেলার ধরন প্রশংসনীয়।

More News

লেভার গোলে বার্সার দুর্দান্ত জয়

0
চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের কাছে হারের শোক কাটিয়ে জয়ে ফিরল বার্সেলোনা। ন্যু ক্যাম্পে লা লিগার...

আজ বার্সা-বায়ার্ন মুখোমুখি

0
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনা। গ্রুপ সি’র এই ম্যাচটি...

গোল উৎসবে বার্সেলোনা

0
বার্সেলোনা দারুণ ফর্মে আছে।সেই ধারাবাহিকতা বজায় থাকলো কাদিসের বিপক্ষেও।   কাদিসের মাঠে লা লিগার ম্যাচটি ৪-০ গোলে...