১৯৭১ সালের গণহত্যার তদন্তে এবার বাংলাদেশে কাজ করছে ইউরোপীয় প্রতিনিধিদল। যার নেতৃত্বে রয়েছেন নেদারল্যান্ডসের প্রাক্তন এমপি হ্যারি ভ্যান বোমেল।এছাড়াও ইউরোপীয় বাংলাদেশ ফোরামের উদ্যোগে গণহত্যা তদন্ত দলে আছেন গণহত্যা বিষয়ক বিজ্ঞানী অ্যান্থনি হোলস্ল্যাগ, রাজনৈতিক বিশ্লেষক ক্রিস ব্ল্যাকবার্ন, ব্রিটিশ ইবিএফ চেয়ারম্যান আনসার আহমেদ উল্লাহ এবং ডাচ ইবিএফ চেয়ারম্যান বিকাশ চৌধুরী বড়ুয়া।
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানের সেনাবাহিনী সংঘটিত গণহত্যা সম্পর্কে প্রত্যক্ষভাবে তথ্য সংগ্রহ করার লক্ষ্যেই এই মিশন পারিচালিত হচ্ছে।জানা গিয়েছে, এই বিষয়ে কথা বলার জন্য ইবিএফ-র প্রতিনিধি দল বাংলাদেশের ভুক্তভোগী, প্রত্যক্ষদর্শী, গণহত্যা বিষয়ক গবেষক, শিক্ষাবিদ, নীতিনির্ধারক এবং সরকারি প্রতিনিধিদের সঙ্গে দেখা করবে।তাছাড়াও দলের সদস্যরা ঢাকা ও চট্টগ্রামের আশেপাশের বেশ কয়েকটি গণহত্যা ক্ষেত্র ও মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করবেন।