চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ঘরের মাঠে সেল্টিককে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ।রিয়ালের হয়ে গোল করেছেন লুকা মদ্রিচ, রদ্রিগো, মার্কো অ্যাসেনসিও, ভিনিসিয়ুস জুনিয়র ও ফেদেরিকো ভালভার্দে।
সেল্টিকের একমাত্র গোলটি করেন জোতা। এই জয়ের ফলে চ্যাম্পিয়ন্স লিগের এফ’ গ্রুপে ৪ জয় ও ১ ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে পরবর্তী পর্ব নিশ্চিত করল লস ব্লাঙ্কোসরা। এক পয়েন্ট কম নিয়ে নকআউট পর্বে উঠেছে আরবি লাইপজিগও।গ্রুপসেরা হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিও।স্প্যানিশ ক্লাব সেভিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়েছে পেপ গার্দিওলার দল। প্রথমার্ধে রাফা মির সেভিয়াকে এগিয়ে রাখলেও বিরতির পর বাজিমাত করে সিটি। রিকো লুয়িসের গোলে সমতায় ফেরার পর দলকে এগিয়ে নেন জুলিয়ান আলভারেজ। শেষ দিকে গিয়ে আরেকটি গোল করে রিয়াদ মাহরেজ। ১৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘জি’র শীর্ষে ম্যানসিটি। এই গ্রুপের রানারআপ হয়েছে ৯ পয়েন্ট পাওয়া বরুশিয়া ডর্টমুন্ড।রিয়াল-ম্যানসিটি পারলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে যেতে পারেনি পিএসজি। মেসিদের দল দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছে রানারআপ হিসেবে। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শেষদিনের খেলায় জুভেন্টাসকে ২-১ ব্যবধানে হারিয়েছে পিএসজি। নেইমারবিহীন ম্যাচে খেলতে নেমে শুরুতে গোল করে দলকে এগিয়ে দেন এমবাপ্পে। এরপর লিওনার্দো বনুচ্চি জুভেন্টাসকে সমতায় ফেরালেও শেষদিকে গোল করে পিএসজিকে জিতিয়ে মাঠ ছাড়েন নুনো মেন্ডিস।এইচ’ গ্রুপে ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে থেকে পরবর্তী পর্ব নিশ্চিত করেছে পিএসজি।সমান পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে নকআউট পর্বে উঠেছে বেনফিকাও। পিএসজির চেয়ে বেনফিকা মূলত এগিয়ে আছে গোল ব্যবধানে।