জলবায়ু পরিবর্তনের মোকাবিলা করা শুধু সরকারের কর্তব্য নয়, প্রত্যেক ব্যক্তির কর্তব্য। বিশ্বব্যাঙ্কের আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববাসীর উদ্দেশ্যে এই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে মোকাবিলা করতে সকলকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, প্রত্যেক বাড়ির খাবার টেবল থেকে জলবায়ু পরিবর্তনের মোকাবিলা শুরু করা উচিত্। মিশন লাইফের উদ্ভব সম্পর্কে কথা বলতে গিয়ে এদিন তাঁর কথায় উঠে এসেছে, ২০১৫ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে জলবায়ু পরিবর্তনের কথা। যেমন প্রত্যেক বাড়ির ডাইনিং টেবিলে পরিবারের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়, তেমনই জলবায়ু বিষয়ে প্রত্যেক বাড়িতে সকলের মধ্যে আলোচনা করা উচিত। মানুষ সচেতন হলেই দৈনন্দিন জীবনের কাজ সহজ হবে। যা পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। এদিন তাঁর কথায় উঠে এসেছে দার্শনিক চানক্যর কথা।