ইভিএমে কারচুপি করা সম্ভব। তাই নির্বাচনের জন্য ব্যালট পেপারে ফিরে যাওয়া উচিত।
ভোটে কারচুপি রুখতে এই কথাই বলেছেন কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি। ২০২৪ লোকসভা নির্বাচনে ব্যালট পেপার ব্যবহারের যুক্তির সমর্থনে কংগ্রেস সাংসদ বললেন, এমন অনেক দেশ আছে যারা ইভিএমে ভোট শুরুর পরেও ব্যালট পেপারে ফিরে গিয়েছে। এর একটাই কারণ পেপার ব্যালটে প্রযুক্তির অপব্যবহার করে ভোটে জেতা যায় না। এটা প্রশ্ন নয় যে ইভিএমগুলিতে কারচুপি করা আছে। প্রশ্ন হল ইভিএমে কারচুপি করা যায়। অন্য মেশিনগুলোর মতই ইভিএমও হ্যাক করা যায়। ভারতের নির্বাচন কমিশন কেন ইভিএমের ওপর মোহগ্রস্থ হয়ে পড়ছে এমন প্রশ্ন তুলেছেন মণীশ তিওয়ারি।