অভিনেত্রী বৈশালী ঠক্করকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে গ্রেফতার করেছে পুলিশ। বৈশালীর ঠক্করের আত্মহত্যার পর থেকেই তিনি পলাতক ছিলেন বলে দাবি।
রাহুল নবলানীকে ইনদওর থেকে গ্রেফতার করা হয়েছে। ইনদওরের পুলিশ কমিশনার হরিনারায়ণচারী মিশ্র জানিয়েছেন, রাহুল নবলানীর বিরুদ্ধে অভিনেত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে আগেই মামলা দায়ের করা হয়েছিল। ওই অভিযোগ ওঠার পর থেকেই তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। তবে বুধবার তাঁকে ইনদওর থেকে গ্রেফতার করা হয়েছে। রাহুলের পাশাপাশি তাঁর স্ত্রী দিশার বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার।অভিনেত্রীর পরিবারের সদস্যেরা জানিয়েছেন, ব্যবসায়ী রাহুল নবলানীর সঙ্গে তাদের মেয়ের সম্পর্ক ছিল। বৈশালী ঠক্করকে হেনস্থা করতেন রাহুল। তাঁর বিরুদ্ধে নানা গুজব ছড়াতেন তিনি।প্রসঙ্গত, ১৫ অক্টোবর ইনদওরে নিজের বাড়ি থেকে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী বৈশালী ঠক্করের দেহ উদ্ধার হয়েছিল।