দেশের বৃহত্তম ব্যাঙ্কঋণ জালিয়াতি-কাণ্ডে অন্যতম অভিযুক্ত এবিজি শিপইয়ার্ডের প্রাক্তন প্রধান ঋষি কমলেশ আগরওয়ালকে গ্রেফতার করেছে সিবিআই। ঋষি আগরওয়াল-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মোট ২২ হাজার ৮৪২ কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগ রয়েছে।
ঋষি আগরওয়ালের বিরুদ্ধে আগেই লুকআউট নোটিস জারি করেছিল সিবিআই। তাদের অভিযোগ, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আইসিআইসিআই ব্যাঙ্ক-সহ অন্তত ২৮টি ব্যাঙ্কের মোট ২২ হাজার ৮৪২ কোটি টাকা ঋণখেলাপি করেছে গুজরাটের জাহাজ নির্মাণকারী এবং মেরামতি সংস্থা এবিজি।সংস্থার প্রাক্তন চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর ঋষি আগরওয়াল, ডিরেক্টর শান্থনম মুথুস্বামী এবং অশ্বিনী কুমার-সহ অন্য অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির অপরাধমূলক ষড়যন্ত্র, জালিয়াতি, বিশ্বাসভঙ্গের ধারায় মামলা রুজু করা হয়েছে।সূত্রের খবর, ২০১২ থেকে ২০১৭ সালের মধ্যে এক সংস্থার করা ফরেন্সিক অডিটে দেখা যায় যে অভিযুক্তেরা পরস্পরের সঙ্গে হাত মিলিয়ে বেআইনি ভাবে অর্থ তছরুপ করেছেন।