মাইক্রোসফট এক্সেলের অটোকমপ্লিট ফিচার আরও আধুনিকায়নের ঘোষণা করেছে মাইক্রোসফট। স্প্রেডশিট সফটওয়্যারে সম্প্রতি ফর্মুলা সাজেশন আর ,ফর্মুলা বাই এক্সাম্পল ফিচার অ্যাড করেছে উইন্ডোজ নির্মাতা, যা এক্সেলে কাজ করাকে আরও সহজ করার প্রতিশ্রুতি দিচ্ছে।
তবে, আপাতত কেবল মাইক্রোসফট ৩৬৫-এর অন্তর্ভূক্ত এক্সেল সফটওয়্যারের ওয়েব ভার্শনেই মিলবে নতুন ফিচারগুলো।নাম যেমন, ফর্মুলা সাজেশনের কাজও ঠিক তেমনই,এক্সেলের ওয়েব ভার্শনের কোনো সেলে সমান চিহ্ন টাইপ করলে,আশপাশের ডেটার ভিত্তিতে ইউজারকে সম্ভাব্য ফর্মুলাগুলো সম্পর্কে জানান দেবে ফিচারটি।উদহারণ হিসেবে নিজস্ব ব্লগ পোস্টে এক কোয়ার্টারের বিক্রির হিসেবের কথা লিখেছে মাইক্রোসফট।বিক্রির হিসাবের শেষে ,টোটাল নামের কোনো কলাম থাকলে মোট বিক্রির যোগফল দেখানোর পরামর্শ দেবে ফিচারটি। উইন্ডোজ নির্মাতা লিখেছে,আপাতত কেবল ইংরেজিতে কাজ করবে ফিচারটি।যোগফল, গড়, মোট সংখ্যা, সর্বোচ্চ ও সর্বনিম্ন নির্ধারণের ফর্মুলাগুলো পরামর্শ আকারে দেখাবে ইউজারকে। এ ফিচারগুলো আনকোড়া নতুন নয়, এবং একই ফলাফল পাওয়ার বিকল্প উপায় থাকলেও ক্ষেত্রবিশেষে ফিচারগুলো ইউজারের সময় বাঁচাতে কাজে আসবে বলে আশা করছে মাইক্রোসফট।আর ,ফর্মুলা বাই এক্সাম্পল ফিচারটি ,ফ্ল্যাশ ফিল ফিচারের মত।ডেটার মধ্যে প্যাটার্ন চিহ্নিত করে কলামের বাকি অংশ পূরণ করার ক্ষমতা আছে,ফ্ল্যাশ ফিল ফিচারটির।তবে,এখনও সব ইউজারের হাতের নাগালে পৌঁছায়নি ফিচারগুলো।তবে,ফিচারটি সবে ইউজারদের অ্যাকাউন্টে ক্রমান্বয়ে যোগ হওয়া শুরু হয়েছে বলে ব্লগ পোস্টে উল্লেখ করেছে মাইক্রোসফট।