পাকিস্তানের বালোচিস্তানে বিস্ফোরণে মৃত্যু হয়েছে তিন পুলিশকর্মীর। আহত হয়েছেন আরও ১৬ জন। মঙ্গলবার সকালে বালোচিস্তানের রাজধানী কোয়েটা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে মাস্তাং শহরে পুলিশের একটি গাড়ির সামনে বিস্ফোরণটি ঘটে।
বালোচিস্তান প্রদেশ সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ জানিয়েছেন, ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস হামলা চালানো হয়েছে পুলিশের গাড়িতে। এখনও পর্যন্ত কোনও সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। ঘটনাস্থলের যে ছবি প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে, পুলিশের গাড়িটিতে প্রচুর ছিদ্র হয়ে রয়েছে। প্রদেশ সরকারের মুখপাত্রের দাবি, বিস্ফোরণে জখমদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
যদিও কত জন আহত হয়েছেন, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। মাস্তাংয়ে ডেপুটি পুলিশ সুপার ইউনূস মাগসির দাবি, অন্তত ১৮ জন পুলিশকর্মী জখম হয়েছেন।