পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের অনুরোধে অসাংবিধানিক কাজ করেনি সেনা, তাই রাগ। এমনটাই দাবি করেছে আইএসআই।
পাকিস্তানের সামরিক গুপ্তচর শাখার প্রধান লেফটেন্যান্ট জেনারেল নাদিম আহমেদ অঞ্জুমকে বলেছেন, ইমরান খান এবং তাঁর রাজনৈতিক সহযোগীরা নানা অসাংবিধানিক করতে সামরিক বাহিনীকে প্ররোচিত করেছিলেন। কিন্তু রাজনীতিতে না জড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়ে, সে সব কাজ থেকে বিরত ছিলেন তাঁরা।এর আগে একাধিক বার ইমরান খান প্রকাশ্যে অভিযোগ করেছেন, সেনা এবং আইএসআইয়ের চক্রান্তেই এপ্রিলে ক্ষমতাচ্যুত হতে হয়েছিল তাঁকে। তারপরেই এই প্রথম আইএসআই-এর তরফে সেই অভিযোগের প্রকাশ্য বিরোধিতা করা হয়েছে।