পাতানো ভাইকে ডেট করছেন নিশা, খুনের হুমকি পাচ্ছেন প্রাক্তন স্বামী করণ মেহেরা। সম্প্রতি, এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন করণ মেহেরা।
প্রসঙ্গত, গত বছরে করণের বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে পুলিশে অভিযোগ করেছিলেন নিশা। করণকে গ্রেফতার করেছিল পুলিশ। পরে জামিনে বেরিয়ে এসে করণ এসব অভিযোগ মিথ্যে বলেই জানিয়েছিলেন। এরপরে ডিভোর্সের ঘোষণাও করেন তাঁরা। এদিন প্রেস কনফারেন্সে স্ত্রীর বিরুদ্ধে পাল্টা বিবাহবহির্ভুত সম্পর্কের অভিযোগ এনে করণ জানালেন, সবসময় সম্পর্কের ক্ষেত্রে ছেলেরা দোষী আর মেয়েরা নির্দোষ নয়। নিশা রোহিত সাতিয়া নামক একজনকে ডেট করছে। আর রোহিত নিজেকে নিশার ভাই হিসেবে পরিচয় দিয়ে বিয়েতে তাঁর কন্যাদানও করেছিলেন। আর এইমুহূর্তে নিশা আর তাঁদের ছেলের সাথেই থাকেন রোহিত। এরপরেই করণ বলেছেন, তিনি এবং তাঁর পরিবারের সদস্যরা কোন অজানা নাম্বার থেকে ক্রমাগত মৃত্যুর হুমকিও পাচ্ছেন। যেটা খুবই চিন্তার বিষয়। তবে চুপ করে বসে থাকেননি করণ। ১৪ মাস হয়ে গিয়েছে স্ত্রী নিশা রাওয়ালের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করছেন অভিনেতা। প্রমাণ হিসাবে প্রায় ১৪০০ পৃষ্ঠা
একটি ফাইল তৈরি করে আইনজীবীর মাধ্যমে আদালতে পেশ করা হয়ে গিয়েছে ইতিমধ্যেই।