হাতে হাত রেখে চলন্ত ট্রেনের সামনে শুয়ে পড়লেন বাবা-ছেলে। ট্রেনের নীচে চাপা পড়েই মৃত্যু হয়েছে দু’জনের।
ভয়ঙ্কর এই আত্মহত্যার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে মহারাষ্ট্রের ভয়ন্ডর স্টেশনে। পুলিশ সূত্রে খবর, মৃতরা হলেন, জয় মেহতা ও হরিশ মেহতা। নালাসোপারায় বাড়ি ছিল তাঁদের। জানা গিয়েছে, সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ মহারাষ্ট্রের ভয়ন্ডর স্টেশনের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ৬ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই ব্যক্তি ও তাঁর বাবা। লোকাল ট্রেন চলে যেতেই স্টেশনের শেষ প্রান্ত দিয়ে তাঁরা রেললাইনে নামেন। হাত ধরে তাদের রেললাইন পার করতেও দেখা যায়। উল্টো দিকের লাইন দিয়ে আরেকটি লোকাল ট্রেন আসতে দেখেই তারা গিয়ে রেললাইনে মাথা দিয়ে শুয়ে পড়েন। আকস্মিক এই ঘটনা ঘটায়, ট্রেনের চালকও ব্রেক কষার সুযোগ পাননি। ট্রেনের নীচেই চাপা পড়ে মৃত্যু হয় ওই দু’জনের। পরে পুলিশ গিয়ে তাঁদের দেহ উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।