Monday, March 27, 2023
লাইফস্টাইলপছন্দের খাবার কিন্তু শরীরের জন্য বিষাক্ত

পছন্দের খাবার কিন্তু শরীরের জন্য বিষাক্ত

সুস্থ থাকতে চাইলে সবচেয়ে জরুরি যে বিষয়টি নজরে রাখতে হয় তা হচ্ছে খাবার। প্রতিদিনের জীবনযাত্রায় ইচ্ছা বা অনিচ্ছাকৃত এমন অনেক খাবার গ্রহণ করি যা আমাদের শরীরের জন্য শুধু ক্ষতিকারকই নয়, একদম বিষাক্তও বটে!

এমন তিন ধরনের খাবার আমরা নিয়মিত খাচ্ছি। এগুলো আমাদের শরীরকে বিষাক্ত করে তুলছে।এমনকি ত্বক বিশেষজ্ঞ ও ডায়েটেশিয়ানরা বলছেন, নিয়মিত এই তিন ধরনের খাবারকে প্রাধান্য দিতে থাকলে ত্বকে বলিরেখা, ব্রণের মতো সমস্যা তো দেখা দেবেই, সঙ্গে রক্তের বিশুদ্ধতা নষ্ট হয়ে নানা রোগে আক্রান্ত হতে শুরু করে মানুষ।শরীরে মেদ জমার পাশাপাশি রক্তে শর্করা আর কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয় এই ৩টি মারাত্মক খাবার।যেমন,রান্নায় তেল, মশলা ও ঝালকে প্রাধান্য দিলে ত্বকের পাশাপাশি শরীরে মারাত্মক ক্ষতি করে।নিয়মিত এই ধরনের খাবার খাওয়ার অভ্যাস নানা জটিল রোগে আক্রান্ত করার পাশাপাশি ত্বকে ব্রণ, র‌্যাশের সমস্যা দেখা দিতে শুরু করে।আবার,কোল্ড ড্রিংকস ও অ্যালকোহল,এই দুই ধরনের পানীয়ই শরীরকে মারাত্মকভাবে ড্রিহাইড্রেট করে তোলে।যা ধীরে ধীরে ত্বকের ঔজ্জ্বল্য কেড়ে নেয়। পাশাপাশি অকালে ডেকে আনে বার্ধক্যও।অন্যদিকে,ফাস্টফুড এবং ভাজা,স্বাদে লোভনীয় হলেও অতিরিক্ত ক্যালোরিসম্পন্ন এসব খাবার শরীরে মুটিয়ে যাওয়ার ভাব নিয়ে আসে। আর অতিরিক্ত ওজনের জালে ফেঁসে জীবনকে আরও নানা রোগে বেঁধে ফেলতে থাকে এসব খাবার। তাই বিষের মতো তাৎক্ষণিক মৃত্যু না হলেও, কিছু বুঝে ওঠার আগেই এই ৩ খাবারের কারণে ধীরে ধীরে হঠাৎ মৃত্যুর ফাঁদে জীবন হারাবেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।তাই সুস্থ থাকতে চাইলে এই খাবারগুলো গ্রহণ করা থেকে দুরে থাকুন।

More News

ভারত-চীন-রাশিয়ার তেল বাণিজ্য বেড়েছে

0
আর্কটিক অঞ্চল থেকে স্বাভাবিকের চেয়ে বেশি অপরিশোধ তেল চীন ও ভারতে পাঠাচ্ছে রাশিয়া। গতমাসে ইউরোপ...

রাশিয়ার তেলের দাম ৬০ ডলার

0
রাশিয়া থেকে প্রতি ব্যারেল তেল ৬০ ডলারে কেনার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে ইউরোপীয় ইউনিয়নের ,ইইউ, এবং...

সোনা দিয়ে তেল কিনবে ঘানা

0
ঘানার ভাইস প্রেসিডেন্ট মাহামুদু বাউমিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে বলেছেন, বৈদেশিক মুদ্রার মজুদ...