দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো আরও শক্তিশালী হওয়া প্রয়োজন। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে বৈঠকের পর এমনই মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার ভুবনেশ্বরে বাসভবনে ১ ঘণ্টারও বেশি সময় মুখ্যমন্ত্রী তথা বিজেডি সুপ্রিমো নবীন পট্টনায়কের সঙ্গে সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওড়িশার মুখ্যমন্ত্রী বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করেছেন। ২০২৪-র লোকসভা নির্বাচনে বিরোধীদের ভূমিকা নিয়ে তাদের মধ্যে কোনও কথা হয়নি। তবে ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো অক্ষুণ্ণ এবং শক্তিশালী থাকা উচিত। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, নবীন পট্টনায়েক তাঁকে স্নেহ করেন। তাঁরা দেশের নিরাপত্তা এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার বিষয়ে কথা বলেছেন।দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো শক্তিশালী থাকা উচিত।প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় দুই রাজ্য হাতে হাত ধরে কাজ করার কথা হয়েছে। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর আরও আশা, পশ্চিমবঙ্গ-ওড়িশার মধ্যে ভবিষ্যতে ইন্ডাস্ট্রিয়াল করিডর হতে পারে।উল্লেখ্য, ২০২৪-র লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী অ-কংগ্রেসি জোট গঠনে তৎপর হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবীন পট্টনায়েকের সঙ্গে সাক্ষাতের আগে সম্প্রতি সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। এবার ওড়িশা থেকে ফেরার পরে কালীঘাটের বাড়িতে কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর সঙ্গে বৈঠক করার কথা তাঁর।