ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলতে নামার আগে আরও চাপে। তাঁকে দু’টি ম্যাচ নির্বাসিত করা হয়েছে।
সেই সঙ্গে জরিমানা করা হয়েছে পর্তুগালের ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। ফুটবল অ্যাসোসিয়েশন ,এফএ রোনাল্ডোকে শাস্তি দিয়েছে। অর্থাৎ, এর পরে ইংল্যান্ডের কোনও ক্লাবের হয়ে খেললে প্রথম দু’ম্যাচে মাঠে নামতে পারবেন না তিনি। চলতি বছর এপ্রিল মাসে এক ফ্যানের মোবাইল মাটিতে ছুড়ে ভেঙে ফেলার জন্য এই শাস্তি হয়েছে রোনাল্ডোর। দু’টি ম্যাচ নির্বাসনের পাশাপাশি ভারতীয় মুদ্রায় প্রায় ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে তাঁকে। উল্লেখ্য ২৪ ঘণ্টা আগেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। এর পরে তিনি কোন ক্লাবে যাবেন তা এখনও নিশ্চিত নয়। তবে তিনি যদি ইংল্যান্ডের কোনও ক্লাবের হয়ে খেলেন তা হলে প্রথম দু’টি ম্যাচে মাঠে নামতে পারবেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।