সুকন্যা মণ্ডলের নামে পঞ্চম লটারি জয়ের হদিস পেয়েছে সিবিআই। সিবিআইয়ের দাবি, চলতি বছরের ২০ জানুয়ারি লটারির থেকে ৫০ লাখ টাকা জিতেছিলেন সুকন্যা মণ্ডল।
তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য খতিয়ে জানা গিয়েছে। এর আগে অনুব্রত মণ্ডল ও সুকন্যা মণ্ডলের নামে ৪ টি লটারি জেতার খোঁজ পেয়েছিল সিবিআই। গরুপাচার মামলার তদন্তে নেমে বীরভূমের জেলা সভাপতির নামে একের পর এক লটারি জেতার হদিস পেয়েছে সিবিআই। এর আগে সিবিআই দাবি করেছিল, চলতি বছরে লটারির জিতে বিপুল অঙ্কের টাকা ঢুকেছিল অনুব্রত ও সুকন্যা মণ্ডলের দু’টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে। একের পর এক লটারি পুরুষ্কার ব্যাঙ্কে ঢোকার তদন্তে নেমে রাহুল লটারি নামে বোলপুরের একটি দোকানে অভিযান চালিয়েছিল সিবিআই।ওই দোকানের মালিক শেখ আইনুল-সহ আরও দু’জন লটারি ব্যবসায়ীকে শান্তিনিকেতনের রতনকুঠিতে এবং সিবিআই অস্থায়ী ক্যাম্পে জিজ্ঞাসাবাদও করা হয়। এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে অনুব্রত মণ্ডলকেও। উল্লেখ্য, জানুয়ারি মাসে প্রথম অনুব্রত মণ্ডলের লটারি জেতার বিষয়টি সামনে এসেছিল। রাজ্যের এক জনপ্রিয় লটারি সংস্থার ওয়েবসাইটে ১ কোটি টাকার লটারি বিজেতা হিসেবে অনুব্রতের নাম ও ছবি দেখা গিয়েছিল।