কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহা পুর দুর্নীতিতে সিবিআই নির্দেশ বহাল রাখার পরই পুর-নিয়োগ দুর্নীতি মামলায় এফআইআর দায়ের করে তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।
মামলাকারীদের আইনজীবীর বক্তব্য ছিল এই মামলায় ২০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। তাই এই মামলা কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে করানো উচিত। এরপরেই বিচারপতি সিনহা সিবিআই নির্দেশই বহাল রেখেছেন।ভারতীয় দণ্ডবিধির ৪২০, ১২০ বি, ৪৬৭ নম্বর ধারা ছাড়াও, দুর্নীতিদমন আইনের ৭, ৮, ১২, ১৩ এবং আর্থিক তছরুপের ৩ নম্বর ধারায় মামলা রুজু হয়েছে। ইডি সূত্রে খবর, অয়ন শীল, তাঁর সংস্থা এবিএস ইনফ্রোজোন প্রাইভেট লিমিটেড ও অন্যান্যদের নামে এফআইআর দায়ের হয়েছে। এর আগে পুর-নিয়োগ দুর্নীতি মামলায় এফআইআর দায়ের করে সিবিআই। প্রোমোটার অয়ন শীলকে জেলে গিয়ে জেরা করার জন্য শুক্রবার আদালতে আবেদন জানায় তারা। আবেদন মঞ্জুর হওয়ায়, ২-৩ দিনের মধ্যে প্রোমোটার অয়ন শীল-কে জেরা করার সম্ভাবনা সিবিআইয়ের।