হামসফর এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। জানা গেছে, শনিবার দুপুরে গুজরাটের ভালসাদের কাছে তিরুচ্ছিরাপল্লি থেকে শ্রী গঙ্গানগরগামী হামসফর এক্সপ্রেসে আগুন লাগে। ইঞ্জিন থেকেই আগুন ছড়িয়েছে বাকি জায়গায়।
চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘটনা নজরে আসার সঙ্গে সঙ্গেই ট্রেন দাঁড় করিয়ে দেন চালক। উদ্ধারকাজে প্রথমে হাত লাগান স্থানীয়রাই।দ্রুত ট্রেন খালি করার কাজ শুরু হয়। রেল সূত্রে খবর, এই অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে দমকল কর্মীরা।স্বভাবতই এদিনের অগ্নিকাণ্ডের ঘটনা উদ্বেগ ছড়িয়েছে। কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।