এন্টালির ক্রিস্টোফার রোডে মুদিখানার গুদামে বিধ্বংসী অগ্নিকান্ডে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে সোমবার গভীর রাতে আচমকাই আগুন লেগে যায় এন্টালির মুদিখানার গুদামে, কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ, আতঙ্কে ছোটাছুটি করতে শুরু করেন এলাকাবাসীরা।
দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুনের গ্রাসে চলে যায় গোটা গুদাম। স্থানীয় বাসিন্দাদের দাবি, আগুন লাগার পরেই গুদামের ভিতর থেকে বিকট শব্দ শোনা যায়। আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। এরপরই ঘটনাস্থলে দমকলের ২১টি ইঞ্জিনের সাহায্যে ঘণ্টা ছয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। যদিও আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। বছর খানেক আগে, ২৪ এপ্রিল ক্রিস্টোফার রোডের একটি গ্যারাজে আগুন লাগে। সেখান থেকে আগুন ছড়ায় আশেপাশের কয়েকটি গুদামে।