Wednesday, May 31, 2023
Top Newsখিদিরপুড়ে ভয়াবহ আগুনে ভস্মিভূত ঘর, অগ্নিকাণ্ড পার্ক স্ট্রিটেও 

খিদিরপুড়ে ভয়াবহ আগুনে ভস্মিভূত ঘর, অগ্নিকাণ্ড পার্ক স্ট্রিটেও 

খিদিরপুরের একবালপুর এলাকায় মাঝরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ভস্মিভূত হয়ে গিয়েছে প্রায় ৩টি ঘর। ভোররাতে হঠাৎই আগুন লেগে গেলে তা ক্রমেই ছড়িয়ে পরে এলাকায়।

বন্ধ ঘর থেকে আগুন লেগে তা ছড়িয়ে পরে পাশের ৬টি বাড়িতে। খবর পেয়ে সেখানে দমকলের ৬টি ইঞ্জিন পৌঁছায়। দমকল কর্মীদের কয়েকঘন্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। অন্যদিকে, পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের ৬ নম্বর গেটের কাছে হঠাৎ আগুন লেগে যায়। তবে বড়সড় কোনো ক্ষতি হওয়ার আগেই দমকলের ২ ইঞ্জিন সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দুটি ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

More News

এন্টালিতে মুদিখানার গুদামে আগুন, নিয়ন্ত্রণেও  

0
এন্টালির ক্রিস্টোফার রোডে মুদিখানার গুদামে বিধ্বংসী অগ্নিকান্ডে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে সোমবার গভীর রাতে...

নিউজিল্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ১০

0
নিউজিল্যান্ডে একটি হোস্টেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে।মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে...

আগুনে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, ধর্মতলায়  পৌঁছে খোঁজ

0
শরাফ হাউসে বিধ্বংসী আগুনে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী দুপুরেই ধর্মতলায়  পৌঁছে যান। বেথুন কলেজিয়েট  স্কুলের অনুষ্ঠানে যোগ...