Wednesday, August 17, 2022
বিনোদনএক ভিলেনের সিক্যুয়েলের ফার্স্টলুক

এক ভিলেনের সিক্যুয়েলের ফার্স্টলুক

এক ভিলেনের সাথে কোনোরকম মিল ছাড়াই তৈরী হয়েছে এক ভিলেনের সিক্যুয়েল। একজন ভিলেন নয় বরং একদল ভিলেন নিয়ে রিলিজ করতে চলেছে এক ভিলেন রিটার্নস।

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে মোহিত সুরি পরিচালিত এই ছবির ফার্স্টলুক। দেখা গিয়েছে, রহস্যময় মুখোশ পড়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন জন আব্রাহাম, তারা সুতারিয়া, অর্জুন কাপুর, এমনকি দিশা পাটানিও বাদ যাননি। পরিচালক মোহিত জানিয়েছেন, এক ভিলেন আর এক ভিলেন রিটার্নস-এর মধ্যে নাম আর এই মুখোশ ছাড়া কোনো মিল নেই। সম্পূর্ণ নতুন কাস্টিং নিয়ে অনবরত কাজ করে চলেছেন মোহিত সুরি। শুটিং শেষ, কিছুদিনের মধ্যেই সামনে আসবে এই থ্রিলার ছবির ট্রেলার আর একের পর এক জমজমাট গান। কথা রয়েছে, ২৯ জুলাই রিলিজ করবে ২০১৪ সালের সুপারহিট ফিল্ম এক ভিলেন-এর সিক্যুয়েল এক ভিলেন রিটার্নস।

More News

কিয়ারা আদভানি আন্ডার রেটেড, সোনম 

0
সোনম কাপুরের মতে কিয়ারা আদভানি একজন আন্ডার রেটেড অভিনেত্রী। তবে, এ কথা মানতে নারাজ অর্জুন...

মিডিয়াকে মিষ্টি খাওয়ালেন দিশা

0
প্রথম দিনে ধামাকা করতে পারেনি এক ভিলেন রিটার্নস, তবে মিডিয়াকে মিষ্টি খাইয়েছেন দিশা পাটানি। সেখানে অর্জুন...

এক ভিলেন রিটার্নস-র স্পেশাল স্ক্রিনিং

0
জন আব্রাহামকে ছাড়াই এক ভিলেন রিটার্নস-র স্পেশ্যাল স্ক্রিনিং অনুষ্ঠিত হয়েছে মুম্বইতে। এসেছিলেন অর্জুন কাপুর, দিশা পাটানি...