শুরু হল কলকাতা থেকে কোচবিহারের বিমান পরিষেবা। ৯ আসন বিশিষ্ট বিমানটি সকাল ১১.৩৩ মিনিটে কলকাতা বিমানবন্দর থেকে কোচবিহারের উদ্দেশ্যে রওনা হয়েছে ।
আপাতত নয় আসনের এই ছোট বিমান চলাচল করবে ভুবনেশ্বর -জামশেদপুর-কলকাতা -কোচবিহার রুটে। প্রাথমিকভাবে কলকাতা থেকে কোচবিহার এবং কোচবিহার থেকে কলকাতার ভাড়া ৯৯৯ টাকা ধার্য করা হয়েছে। কলকাতা থেকে সকাল ১০ তা ১০ এ ছাড়বে বিমানটি কোচবিহার পৌঁছাবে ডি ঘন্টায়। অন্যদিকে কোচবিহার থেকে দুপুর সাড়ে ১২ টায় ছাড়বে ওই বিমানটি। এর আগেও পরবর্তীকালে যাত্রীর অভাবের কারণে বাতিল হয়ে যায়। এই পরিষেবার যোগদান কর্মসূচি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না রাজ্যের প্রতিনিধিরা। বিমান পরিষেবা নিয়ে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেছেন উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।