Wednesday, September 27, 2023
Top Newsকোচবিহার -কলকাতা বিমান পরিষেবা শুরু 

কোচবিহার -কলকাতা বিমান পরিষেবা শুরু 

শুরু হল কলকাতা থেকে কোচবিহারের বিমান পরিষেবা।  ৯ আসন বিশিষ্ট বিমানটি সকাল ১১.৩৩ মিনিটে কলকাতা বিমানবন্দর থেকে কোচবিহারের উদ্দেশ্যে রওনা হয়েছে । 
আপাতত নয় আসনের এই ছোট বিমান চলাচল করবে ভুবনেশ্বর -জামশেদপুর-কলকাতা -কোচবিহার  রুটে।  প্রাথমিকভাবে কলকাতা থেকে কোচবিহার এবং কোচবিহার থেকে কলকাতার ভাড়া ৯৯৯ টাকা ধার্য করা হয়েছে। কলকাতা থেকে সকাল ১০ তা ১০  এ ছাড়বে বিমানটি কোচবিহার পৌঁছাবে  ডি ঘন্টায়।  অন্যদিকে কোচবিহার থেকে দুপুর সাড়ে ১২ টায় ছাড়বে ওই বিমানটি। এর আগেও পরবর্তীকালে যাত্রীর অভাবের কারণে বাতিল হয়ে যায়। এই পরিষেবার যোগদান কর্মসূচি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না রাজ্যের প্রতিনিধিরা।  বিমান পরিষেবা নিয়ে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেছেন উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।

More News

দিনভর ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতা-সহ রাজ্যে 

0
শনিবার সকাল থেকে আকাশে কালো মেঘের আনাগোনা সঙ্গে অবিরাম ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে।...

যাদবপুর পরিদর্শনে ডেপুটি মেয়র, বাদানুবাদ রেজিস্টারের সঙ্গে

0
কলকাতা-সহ রাজ্যে বাড়তে থাকা ডেঙ্গি উদ্বগের মধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর পরিদর্শন করেছেন কলকাতার ডেপুটি মেয়র...

বৃষ্টি চলবে রাজ্য জুড়েই, বাঁকুড়ায় বাজে মৃত ১ 

0
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’টি জেলায় আগামী ক’দিন হতে পারে ভারী বৃষ্টি। বাকি সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে...