বন্যাত্রাণের টাকা আত্মস্যাত্ করার অভিযোগে মালদহের হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি, কোষাধ্যক্ষ, বিরোধী দল নেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন বিডিও। এমন এফআইআর দাযেের পর থেকেই পলাতক ওই তিন তৃণমূল নেত্রী।
অভিযোগ, ২০১৭-র বন্যায় ক্ষতিগ্রস্তদের নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে ত্রাণের টাকা আত্মস্যাত্ করেছিলেন হরিশ্চন্দ্রপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কোয়েল দাস, শিশু ও নারী ত্রাণ কর্মাধ্যক্ষ রৌশনারা খাতুন এবং বিরোধী দলনেত্রী সুজাতা সাহা। ঘটনাচক্রে, পঞ্চায়েত ভোটের পরে তৃণমূলে যোগ দিয়েছিলেন সুজাতা সাহা। এই অবস্থায় ওই তিন তৃণমূল নেত্রীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন বিডিও। উল্লেখ্য, কিছুদিন আগেই বোরুই এলাকার মোবারকপুর অঞ্চল থেকে শাসকদলের এক প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে বন্যাত্রাণের টাকা আত্মস্যাতের অভিযোগ উঠেছিল।