Wednesday, September 27, 2023
জাতীয় সংবাদদুর্নীতি মামলায় রাবড়ী দেবীকে জেরা ইডি-র 

দুর্নীতি মামলায় রাবড়ী দেবীকে জেরা ইডি-র 

জমির বদলে চাকরি দুর্নীতি মামলায় আরজেডি নেতা লালুপ্রসাদ যাদবের স্ত্রী রাবড়ী দেবীকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। বৃহস্পতিবার সকালে দিল্লিতে ইডির সদর দফতরে পৌঁছন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, অর্থ তছরূপ সংক্রান্ত এই মামলায় তাঁর বয়ান নথিবদ্ধ করা হয়েছে।
এর আগে এই একই মামলায় আর এক তদন্তকারী সংস্থা সিবিআই জেরা করেছিল রাবড়ী দেবীকে। পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হয়েছিল লালুপ্রসাদ যাদব পুত্র তথা বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এবং কন্যা মিসা ভারতীকে।জমির বিনিময়ে চাকরি মামলায় লালুপ্রসাদ যাদব, রাবড়ী দেবী-সহ মোট ১৬ জন অভিযুক্তের বিরুদ্ধে ২৭ ফেব্রুয়ারি সমন জারি করেছিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। সিবিআইয়ের পেশ করা চার্জশিটের ভিত্তিতে ১৫ মার্চের মধ্যে লালুপ্রসাদ যাদবদের জবাব তলব করা হয়েছিল। তারপরেই নতুন করে সক্রিয় হয় সিবিআই এবং ইডি। এর আগে অসুস্থ লালুপ্রসাদ যাদবকে এই মামলায় সিবিআই টানা ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল।

More News

আর্থিক দুর্নীতি, রাজস্থানের মন্ত্রীর বাসভবনে ইডি 

0
বিধানসভা নির্বাচনের আগেই  মিড ডে মিল প্রকল্পে আর্থিক দুর্নীতির অভিযোগে রাজস্থানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রাজেন্দ্র যাদবের বাসভবনে...

প্রতারণার টাকায় ৩৫টি রেসের ঘোড়া কুণালের!

0
হাজার কোটির প্রতারণার টাকা দিয়ে ৩৫টি রেসের ঘোড়া কিনেছিল কুণাল গুপ্ত। আদালতে এমনটাই জানিয়েছে ইডি। ৮ থেকে...

প্রাথমিক শিক্ষা পর্ষদে যাবে সিবিআই-ইডি?

0
নিয়োগ মামলার তদন্তে সিবিআই এবং ইডির আধিকারিকদের প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতরে গিয়ে তদন্ত করার নির্দেশ...