টিটাগড় স্কুল বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তদন্তের দাবি জানাতে সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লকিখবেন বলে জানিয়েছেন তিনি।
এর আগে মুর্শিদাবাদ, মালদা, গোসাবা নিয়ে চিঠি লিখেছিলেন শুভেন্দু অধিকারী। সেগুলি গৃহীত হয়েছে বলে জানিয়েছেন তিনি। এবার টিটাগড় ও শিতলকুচি নিয়ে চিঠি পাঠাবেন তিনি। অন্যদিকে টিটাগড় স্কুলে বোমাবাজির ঘটনায় প্রাক্তন ছাত্র সহ ৪ জনকে গ্রেফতার করেছে টিটাগড় থানার পুলিশ। কি কারণে স্কুল চলাকালীন এই বোমাবাজি করেছেন তারা তা নিয়ে জজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। শনিবার বেলা পৌনে ১২ টা নাগাদ টিটাগড় ফ্রি ইন্ডিয়া হাইস্কুলের বিল্ডিং বিকট আওয়াজে কেঁপে ওঠে। সেই সময় প্রায় ৮০০ পড়ুয়া উপস্থিত ছিল স্কুলে। স্কুলের ছাদে গিয়ে দেখা যায় তাজা বোমার দাগ সহ বোমার সুতলি, স্প্লিন্টার। টিটাগড় বিস্ফোরণের ঘটনায় রাজ্য সরকারকে দোষারোপ করে দিলীপ ঘোষ বলেছেন, রাজ্যে বেকার হয়ে ঘুরে বেড়ানো ছেলেদের হাতে বন্দুক ধরিয়ে দেওয়া হচ্ছে। ক্রিমিনালরাই এখন রাজ্য রাজনীতি নিয়তন্ত্র করছে।