Monday, March 27, 2023
Top Newsদুর্গাপুরে একই পরিবারের চারজন মৃত!

দুর্গাপুরে একই পরিবারের চারজন মৃত!

একই পরিবারের চারজনের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরের কুড়ুলিয়াডাঙা এলাকায়। এক প্রৌঢ়, তাঁর স্ত্রী এবং তাঁদের দুই নাবালক সন্তানের দেহ পাওয়া গিয়েছে। ওই প্রৌঢ়ের নাম অমিত মণ্ডল।

বাড়ির ভিতর থেকেই তাঁর ঝুলন্ত দেহ পাওয়া যায়। ওই ঘরেই বিছানায় পড়ে ছিল তাঁর স্ত্রী এবং দুই সন্তানের দেহ। তাদের এক জনের বয়স দুই, অন্য দনের দশ। রবিবার সকাল ৬টা নাগাদ এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসী অমিতের বাড়ির সামনে জড়ো হন। তাঁদের দাবি, খুন করা হয়েছে ওই দম্পতি এবং তাঁদের সন্তানদের। দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধারের চেষ্টা করলে তাদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে এলাকাবাসী এবং মৃতের আত্মীয়দের বিরুদ্ধে।স্থানীয়দের দাবি, অমিতের মামাতো ভাই এই খুনের নেপথ্যে রয়েছে। তবে এটি খুন না আত্মহত্যা, তার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় উত্তপ্ত পরিস্থিতির কথা মাথায় রেখে বিশাল পুলিশবাহিনী পাঠানো হয়েছে।এদিকে দুর্গাপুর থানার কুরুড়িয়া এলাকায় বাড়ির ভেতর থেকে দুই শিশু ও স্বামী স্ত্রীর দেহ উদ্ধারের ঘটনায় রবিবার বিকালে নমুনা সংগ্রহ করতে বাড়িতে যায় দুই সদস্যের ফরেনসিক টিম। বাড়ির ফটো তুলতে দেখা যায় ফরেন্সিক টিম এর সদস্যদের। বাড়ির ভেতর দুর্গাপুর থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে নমুনা সংগ্রহ করতে ও দেখা যায়।

More News

বিষ খেয়ে  মৃত্যু  গোটা পরিবারের, চাঞ্চল্য

0
দুরারোগ্য ব্যাধীতে আক্রান্ত ২সন্তানকে নিয়ে  বিষ খেয়ে  আত্মঘাতী হায়দ্রাবাদের দম্পতি। ঘটনার দেড়দিন পরা খবর পেয়ে...

বেতন বন্ধ, দুর্গাপুরে বিক্ষোভ সাফাই কর্মীদের  

0
সাফাই কর্মীদের দু'মাস ধরে বেতন বন্ধ থাকায় দুর্গাপুর নগর নিগমের সামনে বিক্ষোভ দেখিয়েছেন চারশো জন...

দীপাবলিতে ছুটি নিউ ইয়র্কের সব স্কুল

0
এবার থেকে দীপাবলির দিন ছুটি থাকবে নিউ ইয়র্কের সমস্ত স্কুল। এমনই প্রস্তাব পাশ করিয়েছেন নিউ...