Sunday, March 26, 2023
আন্তর্জাতিক সংবাদপেনশনের বয়স, উত্তাল ফ্রান্স

পেনশনের বয়স, উত্তাল ফ্রান্স

প্যারিসের রাস্তায় শুরু হয়েছে বিক্ষোভ, গ্যাস, লাঠিচার্জ। প্রেসিডেন্ট ম্যাখোঁ, পেনশন পাওয়ার বয়স ৬২ থেকে বাড়িয়ে ৬৪ করতে বদ্ধপরিকর। প্রস্তাব নিয়ে পার্লামেন্টের নিম্নকক্ষে ভোটাভুটি হওয়ার কথা ছিল। সেখানে বামপন্থি-সহ ম্যাখোঁ-বিরোধীরা এর বিরুদ্ধে ভোট দিয়ে তা হারাবার সিদ্ধান্ত নিয়েছিলেন। এই পরিস্থিতিতে ম্যাখোঁ একের পর এক বৈঠক করতে থাকেন।

তারপর তিনি সিদ্ধান্ত নেন, সরকার বিশেষ সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করবে। ভোটাভুটি ছাড়াই পার্লামেন্টে বিল পাস করানো হবে। এমন সিদ্ধান্তে ফ্রান্স জুড়ে শুরু হয়েছে বিক্ষোভ। প্রধানমন্ত্রী যখন পার্লামেন্টে এই ঘোষণা করছেন, তখন বামপন্থিরা স্লোগান দিতে থাকে, সরকারকে পদত্যাগ করতে হবে। কিছু এমপি খুব জোরে জাতীয় সঙ্গীত গাইতে থাকেন। প্রধানমন্ত্রী বলেছেন, পেশনপ্রাপ্তদের ভবিষ্যৎ অনিশ্চিত করতে চায় না সরকার। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এরপরই ট্রেড ইউনিয়নগুলো বিক্ষোভ তীব্র করার সিদ্ধান্ত নেয়। হাজার হাজার বিক্ষোভকারী শহরের কেন্দ্রস্থলে পৌঁছান। বিক্ষোভ দেখাতে থাকেন। এএফপি জানান, জনতা পার্লামেন্টের দিকে যাওয়ার চেষ্টা করছে। বিক্ষোভভকারীদের দিকে পুলিশ কাঁদানে গ্য়াস ছোড়ে, জলকামান চালায়, বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জও করা হয়।

More News

লিভারপুলের কাছে ক্ষমা চাইল উয়েফা

0
গত বছরের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে চরম বিশৃঙ্খলার ঘটনায় লিভারপুলের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে উয়েফা।...