ইউরো বাছাইয়ে জিব্রাল্টার ও গ্রিসের বিপক্ষে খেলবে ফ্রান্স।বাছাইপর্বের দুই ম্যাচকে সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ফ্রান্স ফুটবল দল।
আগামী ১৬ জুন জিব্রাল্টারের মাঠে ও ১৯ জুন ঘরের মাঠে গ্রিসের বিপক্ষে খেলবে কাতার বিশ্বকাপের রানার্স আপরা।কোচ দিদিয়ের দেশ্যমের ঘোষিত দলে নেই দুই অভিজ্ঞ মিডফিল্ডার এনগোলা কান্তে ও পল পগবা। ঘোষিত দলে ফিরেছেন ক্রিস্টোফার এনকুকু ও উসমান দেম্বেলে।মূলত চোটের কারণে কান্তে-পগবাকে দলে রাখেননি কোচ দেশ্যম।ইউরো বাছাইয়ের দলে আক্রমণভাগের নেতৃত্বে আছেন কিলিয়ান এমবাপ্পে ও অলিভিয়ার জিরুর মতো তারকা ফুটবলাররা। ২০২৪ ইউরো বাছাইয়ের ফ্রান্স দলের গোলরক্ষক নির্বাচিত হয়েছেন আলফোনসো আরিওলা, মাইক মাইগনান, ব্রাইস সাম্বা।ডিফেন্ডার,অ্যাক্সেল দিসাসি, ওয়েসলি ফোফানা, থিও হার্নান্দেজ, ইব্রাহিমা কোনাতে, জুলস কুন্দে, ফার্লান্দ মেন্দি, বেনিয়ামিন পাভার, দায়োত উপামেকানো।মিডফিল্ডার নির্বাচিত হয়েছেন এদোয়ার্দো কামাভিঙ্গা, ইউসুফ ফোফানা, অ্যাড্রিয়েন রাবিওট, অরেলিয়ে চুয়ামেনি, আন্তোনি গ্রিজম্যান।ফরোয়ার্ড নির্বাচিত হয়েছেন কিলিয়ান এমবাপ্পে, কিংসলে কোমান, উসমানে দেম্বেলে, অলিভিয়ার জিরু, মার্কাস থুরাম, রান্দাল কোলো মুয়ানি, ক্রিস্টোফার এনকুকু।