নার্সিং পড়ানোর নামে লাখ লাখ টাকার প্রতারণার ঘটনায় উত্তপ্ত মালদার চাঁচল এলাকা। জানা গিয়েছে, চাঁচলের পিডাব্লিউডি অফিসের বিপরীতে অক্সফোর্ড ইনস্টিটিউট অফ কম্পিউটার এডুকেশন অ্যান্ড টেকনোলজি সেন্টারে নামে এক সংস্থার কর্ণধার কাঞ্চন গুপ্তকে প্রায় ২২ জন ছাত্রছাত্রী ব্যাঙ্গালুরুতে নার্সিং প্রশিক্ষণ নেওয়ার জন্য ৬০ থেকে ৭০ হাজার টাকা দেয়।
কিন্তু পড়ুয়াদের অভিযোগ, তারা ব্যাঙ্গালুরুতে গিয়ে কোনো কলেজ দেখতে পায়নি। তাদের এক হোটেলে আবাসিকের নামে রাখা হলেও কোনো প্রশিক্ষণ দেওয়া হয়নি উপরন্তু হেনস্তা করা হয়েছে। সংস্থা মালিক ৩ লাখ টাকার বিনিময় ৩ বছর তাদের নার্সিং কোর্স করানো হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে জানিয়েছেন পড়ুয়ারা। ঘটনা সামনে আসতেই ক্ষোভ ফেটে পড়েন প্রতারিত ছাত্র ছাত্রী ও তাদের অভিভাবকরা। তারা ওই সংস্থাকে ঘিরে টাকা ফেরতের জন্য বিক্ষোভ দেখাতে থাকে পরিস্থিতি সামাল দিতে পলিসি সেখানে পৌঁছে কাঞ্চন গুপ্তকে আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদের সময় তিনি জানিয়েছেন, ব্যাঙ্গালুরু থেকে তিনিও প্রতারিত হয়েছেন।