সবার আগে বন্ধুত্ব। হিন্দিতে এমনই কথা বলেছেন ভারতের রুশ রাষ্ট্রদূত ডেনিস আলিপোভ।
নয়াদিল্লিতে শুরু হয়েছে রাশিয়া কালচারাল ফেস্টিভ্যাল। সপ্তাহব্যাপী এই অনুষ্ঠানের সূচনায় আবেগতাড়িত হয়ে রাশিয়ার রাষ্ট্রদূত বলেছেন, ভারতে একটি প্রচলিত কথা হল দোস্তি সে জাদা কুছভি নেহি হোতা। তাঁর কথায় ভারত ও রাশিয়ার সম্পর্কও কিছুটা এমনই। দিল্লি, মুম্বই ও কলকাতায় অনুষ্ঠিত রাশিয়া কালচারাল ফেস্টিভ্যালে পৃথিবীর প্রাচীনতম সভ্যতার প্রতি সম্মান জানানো হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি অনুষ্ঠান থেকে ভারত ও রাশিয়ার মধ্যে সম্পর্ক ও সাংস্কৃতিক আদানপ্রদান আরও মজবুত করার কথাও বলেছেন রুশ রাষ্ট্রদূত ডেনিস আলিপোভ। উল্লেখ্য, এই বছর ভারত ও রাশিয়ার মধ্যে কূটনীতিক সম্পর্কের ৭৫ বর্ষপূর্তি। এই ৭৫ বছরের কূটনৈতিক সম্পর্কে ৭১-এর যুদ্ধ হোক না কাশ্মীর নিয়ে সমস্যা বহুবার ভারতের ঢাল হয়ে দাঁড়িয়েছে রাশিয়া। অন্যদিকে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধেও রাষ্ট্রপুঞ্জে রাশিয়ার বিরুদ্ধে সব প্রস্তাবেই প্রায় ভোট দেওয়া থেকে বিরত থেকেছে ভারত। তবে ভারতের প্রধানমন্ত্রীকে বার বার আন্তর্জাতিক মঞ্চে বলতে শোনা গিয়েছে ‘এটি যুদ্ধের সময় নয়’।