Wednesday, August 17, 2022
Top Newsগ্যাংটকে ধসে মৃত ৩, পড়ুয়াদের বাসে দুর্ঘটনা  

গ্যাংটকে ধসে মৃত ৩, পড়ুয়াদের বাসে দুর্ঘটনা  

সিকিমে টানা বৃষ্টিতে ধসের জেরে একই পরিবারের মৃত্যু হয়েছে। সূত্রের খবর, রাত ১টা ১৫ মিনিট নাগাদ  গ্যাংটকে আচমকা ধস নামে।

ধসের কবলে পড়ে বিমল মঙ্গার নামে এক ব্যক্তির বাড়ি।  হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তাঁর বাড়ি। ঘটনাস্থলেই ঘুমের মধ্যে মৃত্যু হয়  তাঁর স্ত্রী ও দুই সন্তানের। এখনও নিখোঁজ রয়েছেন বিমল মঙ্গার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। গ্যাংটকের এসডিএম রবিন শেরপা জানিয়েছেন, জোরকদমে উদ্ধারকাজ চলছে। ইতিমধ্যেই ধ্বংসাবশেষ সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চালাচ্ছে এসডিআরএফ। অন্যদিকে, গ্যাংটক থেকে শিলিগুড়ি ফেরার পথে উল্টে গিয়েছে পড়ুয়াদের বাস।  সিকিমের তাদংয়ের ছয় মাইলের কাছে একটি বড় পাথরে গিয়ে ধাক্কা মারে বাসটি। সূত্রের খবর, রাঁচি সেন্ট জেভিয়ার্স কলেজের একটি ২২ জন পড়ুয়াকে নিয়ে গ্যাংটক থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল।দুর্ঘটনায় ২২ জন কলেজ পড়ুয়াই বাসের ভিতরে আটকে পড়েন। ইতিমধ্যে তাদের উদ্ধার করা হয়েছে।আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে সিকিম জুড়ে। এই নিয়ে হাই অ্যালার্টও জারি করা হয়েছে। ধসের জেরে চলতি মাসেই সিকিমে মৃত্যু হয়েছে ৭ জনের।

More News

অসমে ভূমিধসে মৃত ৪ শ্রমিক, লাল সতর্কতা  

0
অসমে ভয়াবহ ভূমিধসে কমপক্ষে ৪ শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গুয়াহাটির বোরাগাঁওয়ের কাছে নিজারপুরে।জানা গিয়েছে, ওই শ্রমিকেরা...