তাঁর এবং সচিন পাইলটের মধ্যে কোনও বা মতভেদ নেই। বিধানসভা নির্বাচনে একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাঁরা। এমনই মন্তব্য করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।
বলেছেন, তাদের দলে ছোটখাটো মতপার্থক্য ঘটতেই থাকে। প্রতিটি রাজ্যেই সব দলেই এমনটা হয়। তবে তাঁরা একসঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং জয়ী হয়ে সরকার গঠন করবেন। হাইকমান্ডের সিদ্ধান্ত তাঁরা মেনে নেবেন। দলে এই ঐতিহ্যই রয়েছে এবং সেই ঐতিহ্য অব্যাহত থাকবে।এদিকে, কংগ্রেস বিধায়কদের দীর্ঘদিনের দাবি পূরণ করে মুখ্যমন্ত্রী অশোক গেহলট রাজস্থানে ১৯টি নতুন জেলা গঠনের ঘোষণা করেছেন। এই পরিবর্তনের আগে রাজস্থানে ৩৩টি জেলা ছিল। নতুন জেলা গঠনের ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেছেন, রাজস্থান ভৌগলিকভাবে দেশের বৃহত্তম রাজ্য। তবে এই রাজ্যে এমন অনেক জেলা রয়েছে যেখানে দুই প্রান্তের মধ্যে দূরত্ব ১০০ কিলোমিটারেরও বেশি। এর জেরে বাসিন্দাদের সরকারি পরিষেবা পেতে সমস্যা হয়। জেলাগুলো ছোট হলে তা প্রশাসনিক ভাবে কার্যকরী হবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সাহায্য করবে।