রাজস্থানে এবার সচিন পাইলটকে মুখ্যমন্ত্রীর করার দাবি জানিয়েছেন অশোক গহলটের ঘনিষ্ঠ মন্ত্রী হেমরাম চৌধুরি।আগামী বছর রাজস্থানে বিধানসভা নির্বাচন।
তার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে সচিন পাইলটকে বসানো নিয়ে সওয়াল করেছেন রাজস্থানের পরিবেশ মন্ত্রী হেমরাম চৌধুরি। তিনি দাবি করেছেন, সেপ্টেম্বরে অশোক গহলট-ঘনিষ্ঠ যে ৮০ জন বিধায়ক শীর্ষ নেতৃত্বের নির্দেশের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন, তাদেরও শাস্তি দেওয়া হোক। ওই বিদ্রোহী বিধায়কদের বিরুদ্ধে এখনও ব্যবস্থা না নেওয়া হলে দলের মধ্যে ভুল বার্তা যাবে। দলের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল নিশ্চিত করেছিলেন যে, ২৫ সেপ্টেম্বরের ঘটনা নিয়ে পরের দু’দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু সেই নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি দল। গত দু’বছর ধরে কোনও পদে নেই সচিন পাইলট। তারপরেও তিনি যা কাজ করে গিয়েছেন, তা সকলের জানা। জনগণের মধ্যে দারুণ জনপ্রিয় সচিন পাইলট। তাঁর সব কর্মসূচিতে জনসমাগম হয়। এই ধরনের জনপ্রিয়, বিখ্যাত নেতাকে সুযোগ না দিলে দল কী ভাবে মজবুত হবে।