নিজেরা না দিলেও নেটোর কোনও সদস্য দেশ রাশিয়াকে আটকাতে ইউক্রেন সেনাকে আধুনিক লেপার্ড ট্যাঙ্ক দিলে আপত্তি করবে না জার্মানি।জার্মান বিদেশমন্ত্রী অ্যানালেনা বেয়ারবাখ বলেছেন, পোল্যান্ড যদি ইউক্রেনকে লেপার্ড ট্যাঙ্ক দিতে চায়, তবে তারা বাধা সৃষ্টি করবেন না।
সম্প্রতি আমেরিকা দেশের সেরা সাঁজোয়া গাড়ি স্ট্রাইকার ইউক্রেনকে দেওয়ার কথা জানিয়েছিল। কিন্তু আমেরিকা এবং ইউরোপের একাধিক দেশের অনুরোধ সত্ত্বেও তাদের তৈরি লেপার্ড ট্যাঙ্ক কিভে পাঠাতে নারাজ জার্মানি।ইতিমধ্যে পেন্টাগনের তরফে ইউক্রেনের জন্য ২৫০ কোটি ডলারের সামরিক সাহায্য ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় রয়েছে ৯০টি স্ট্রাইকার সাঁজোয়া গাড়ি। মূলত রুশ গোলা ও বোমাবর্ষণ এড়িয়ে নিরাপদে যুদ্ধক্ষেত্রে সেনাদের পাঠাতে কাজে লাগে এই সামরিক যান। পাশাপাশি, শত্রুর উপর আক্রমণেও এই সাঁজোয়া যান দক্ষ। এই প্রথম ইউক্রেন সেনাকে স্ট্রাইকার দিচ্ছে ওয়াশিংটন।