Thursday, November 30, 2023
জাতীয় সংবাদগণধর্ষণের পর বিবস্ত্র হয়ে ২ কিমি হাঁটল কিশোরী, ভাইরাল 

গণধর্ষণের পর বিবস্ত্র হয়ে ২ কিমি হাঁটল কিশোরী, ভাইরাল 

অপহরণ করে গণধর্ষণের পর বিবস্ত্র করে দুই কিলোমিটার হাঁটল কিশোরী। এই বর্বর ঘটনার ভিডিও আলোড়ন তুলেছে সোশ্যাল মিডিয়ায়।
জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মোরাদাবাদে। পুলিশ জানিয়েছে, কিছু দিন আগে ১৫ বছরের ওই কিশোরী পাশের গ্রামের মেলায় গেলে সেখান থেকে ৫ যুবক তাঁকে অপহরণ করে নিয়ে যায়। সেখানে কিশোরী গণধর্ষণ করে তাঁর জামা কাপড় নিয়েই চম্পট দেয় অভিযুক্তরা। এর পর মোরাদাবাদ  ঠাকুরদ্বারা রাস্তা ধরে বিবস্ত্র অবস্থায় ২ কিলোমিটার হেটে বাড়ি ফেরে ওই কিশোরী। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে ওই কিশোরীর পাশ দিয়ে অনেক পথচারী যাচ্ছে কিন্তু কেও সাহায্যের জন্য এগিয়ে আসছেনা। অনেকে আবার দূর থেকে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেও সাহায্য করেনি।পরে বাড়ি এসে কিশোরী সব ঘটনা খুলে বললে কিশোরীর কাকা পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। এখনও পর্যন্ত এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, উত্তরপ্রদেশে বরেলিতে অন্তঃসত্ত্বাকে গণধর্ষণের অভিযোগ দায়ের করতে মৃত ভ্রূণ নিয়ে থানায় পৌঁছায় পরিবার। বরেলির মাঝগাঁওয়া গ্রামে ৩ মাসের অন্তঃসত্ত্বা ওই মহিলা ক্ষেতে কাজ করতে যাওয়ার সময় তিন জন তাঁকে ধর্ষণ করে। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। নির্যাতিতা এখন হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর পরিবারের সদস্যরা মৃত ভ্রূণটিকে প্লাস্টিকের কৌটোতে ভরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। এখনও পর্যন্ত কাওকে আটক করেনি পুলিশ।

More News

গাজার হাসপাতালে হামাসের সুড়ঙ্গ, ভিডিও ইজরায়েলের 

0
গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফাকে কী ভাবে নিজেদের গড় বানিয়েছে হামাস, তার একটি ভিডিও...

বিশ্বকাপ লখনউয়ে হলে ভারতই জিতত : অখিলেশ 

0
বিশ্বকাপ ফাইনাল লখনউয়ে হলে বিষ্ণুর আশীর্বাদে ভারতই জিতত। এভাবেই বিজেপি কটাক্ষ করেছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ...

উত্তরপ্রদেশের রাস্তায় নির্যাতিতাকে খুন ধর্ষক-ভাইয়ের   

0
উত্তরপ্রদেশের ব্যস্ত রাস্তায় নির্যাতিতাকে তাড়া করে কুড়ুল দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ধর্ষক এবং তাঁর...