কেন্দ্রীয় বাজেটে সোনা-রুপোর দাম বৃদ্ধির ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। অন্যদিকে দাম কমছে টিভি-মোবাইলের মতো জিনিসের।
বুধবার বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন, সোনার উপর শুল্ক ২০ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ, রুপোয় শুল্ক ৭.৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হচ্ছে। একইভাবে প্ল্যাটিনাম ও ইমিটেশন গয়নারও দাম বাড়ছে। অন্যদিকে, ঘরোয়া সামগ্রী যেমন বৈদ্যুতিক কিচেন চিমনির শুল্ক ৭.৫ শতাংশ বাড়ানো হচ্ছে। একইভাবে মিক্সার গ্রাইন্ডার, ফ্রিজেরও দাম বাড়ছে। তবে মোবাইল ও টিভির যন্ত্রাংশের অন্তঃশুল্কে ছাড় দিয়েছে সরকার। ফলে টিভি- মোবাইলের দাম কমবে।কমছে ক্যামেরার লেন্সের দামও। দেশে তৈরি সাইকেলের উপর কর কমিয়ে দেওয়া হয়েছে।বিদেশি ইলেকট্রিক গাড়ির দাম বাড়ছে। তবে কমছে দেশে তৈরি ইলেকট্রিক গাড়ির দাম। পাশাপাশি বাজেটে হিরের উপর প্রযুক্ত শুল্কে ছাড় দেওয়া হয়েছে।শুল্কে ছাড় দেওয়ায় কমছে ব্যাটারির দাম।