Sunday, March 26, 2023
Top Newsভারতে রেকর্ড উচ্চতায় সোনার দাম

ভারতে রেকর্ড উচ্চতায় সোনার দাম

ভারতের বাজারে সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার দাম ছিল ৫৬ হাজার ২৪৫ টাকা।

এর আগে ২০২০ সালের আগস্টে সোনার দাম সর্বোচ্চ উঠেছিল ৫৬ হাজার ১৯১ টাকা।একই সাথে ভারতে ২২ ক্যারেট সোনার দামও রেকর্ড গড়েছে।বেশি সোনা ব্যবহার করা দেশের তালিকার উপরের দিকেই আছে ভারত।উল্লেখ্য,২০২১ সালের ডিসেম্বরে ৯৫ টন সোনা আমদানি করেছিল ভারত। গত বছরের ডিসেম্বরে তা নেমে এসেছে ২০ টনে। মূল্যমানের দিক থেকে ডিসেম্বরে আমদানি হয়েছে ১১৮ কোটি ডলারের সোনা, যা আগের বছর ছিল ৪৭৩ কোটি ডলার। পুরো বছরের হিসাব অনুযায়ী, ২০২১ সালে রফতানি হয়েছিল ১ হাজার ৬৮ টন সোনা। ২০২২ সালে তা নেমে এসেছে ৭০৬ টনে।ভারতে বছরে মোট সোনার যে চাহিদা তার ৯০ শতাংশের বেশি পূরণ হয় আমদানির মাধ্যমে।২০২১ সালে ৫ হাজার ৫৮০ কোটি ডলারের সোনা আমদানি করেছিল ভারত। ২০২২ সালে আমদানি করা হয়েছে ৩ হাজার ৬৬০ কোটি ডলারের।ফলে সোনা ব্যবসায়ীরা আতঙ্কের মধ্যে আছেন। তাদের আশঙ্কা, ক্রমাগত এমন দাম বাড়তে থাকতে ভবিষ্যতে তাদের ব্যবসা বড় ধরনের বিপর্যয়ে পড়তে পারে।আর বিশ্লেষকদের দাবি, বড়দিন ও বর্ষবরণের ছুটি কাটিয়ে ফেরা বিদেশি বিনিয়োগকারী সংস্থাগুলো সোনায় বিনিয়োগ করছে। অর্থাৎ চাহিদা বাড়ছে। চাহিদা এমন বাড়তি থাকলে আগামী দিনে সোনার দাম আরও বাড়তে পারে।

More News

সবার প্রয়াসে ভারত উন্নতির দিকে এগোচ্ছে : মোদী

0
আজাদি কা অমৃত মহোৎসবে সবকা সাথ সবকা বিকাশের মধ্যে দিয়ে ভারত একটি উন্নততর দেশের লক্ষ্যে এগোচ্ছে। কর্নাটকের...

করোনামুক্ত হয়েও সমস্যা, রাজ্যগুলিকে পরামর্শ

0
ফুসফুস থেকে শুরু করে মানসিক স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করছে করোনা ভাইরাস।ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ-এর...

খলিস্তানপন্থীদের টুইটার বন্ধ করল ভারত

0
পাঞ্জাবের খলিস্তানপন্থী নেতা অমৃতপাল সিংয়ের মুক্তির দাবিতে দেশে, বিদেশে বিক্ষোভে শামিল হয়েছেন বহু মানুষ। এই...