Tuesday, September 27, 2022
Sportsগোল্ডেন বয় : দৌড়ে কামাভিঙ্গা, বেলিংহাম, গাভিরা

গোল্ডেন বয় : দৌড়ে কামাভিঙ্গা, বেলিংহাম, গাভিরা

ইউরোপের ২১ বছর বা তার চেয়ে কম বয়সী ফুটবলারদের মধ্যে বছরের সেরা ফুটবলারকে পুরস্কৃত করা হয়।  এবার ২০২১-২২ সিজনের সেরা ১০০ জনের তালিকা প্রকাশ করেছে ইতালিয়ান সংবাদমাধ্যম তুত্তোস্পোর্টস।

 

২০২১-২২ সিজনে উদীয়মান ফুটবলারের পুরস্কার জেতার দৌড়ে আছেন রিয়াল মাদ্রিদের এদুয়ার্দো কামাভিঙ্গা, বরুশিয়া ডর্টমুন্ডের বেলিংহাম, বার্সেলোনার দুই মিডফিল্ডার পেদরি, গাভি, পিএসভির ত্রিসতানের মতো প্রতিভাবান ফুটবলাররা। অবশ্য বাকিদের চেয়ে এগিয়ে আছেন রিয়াল মিডফিল্ডার কামাভিঙ্গা।রিয়ালের লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জয়ে দারুণ অবদান রেখেছেন ফ্রেঞ্চ ফুটবলার এদুয়ার্দো কামাভিঙ্গা।শেষ গত সিজনে এই পুরস্কার জিতেছেন বার্সেলোনা মিডফিল্ডার পেদরি। এর আগে ২০১৬-১৭-তে কিলিয়ান এমবাপ্পে, ২০১৭-১৮ এ ডি লিট, ২০১৮-১৯ এ জোয়াও ফেলিক্সের পর ২০১৯-২০ এ জিতেছেন আর্লিং হালান্ড।

More News

রদ্রিগোকে ব্রাজিলের সেরা দেখতে চান নেইমার

0
অসাধারণ সব খেলোয়াড় পরেছেন ব্রাজিলের ১০ নম্বর জার্সি।  অনেক দিন হলো সময়ের সেরাদের একজন নেইমার...

আরও দু’ বছর রিয়ালে বেনজেমা?

0
রিয়াল মাদ্রিদের সঙ্গে করিম বেনজেমার চুক্তির মেয়াদ এখনো এক বছর বাকি রয়েছে। তবে রিয়ালের সভাপতি...

বেনজেমা ব্যালন ডি’অর পাওয়ার যোগ্য: মেসি

0
রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা করিম বেনজেমা ব্যালন ডি’অর পাওয়ার যোগ্য বলে মত প্রকাশ করেছেন লিওনেল...