মঙ্গলবার থেকেই মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যাবে সরকার। রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন জানিয়েছেন মানুষ নয় এবার সরকারই মানুষের কাছে পৌঁছে অভাব অভিযোগের কথা শুনবে।
সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধে যাঁরা এখনও পায়নি, বা আবেদন করেননি তাদের অন্তর্ভুক্ত করার জন্যই এই পদক্ষেপ। গ্রাম, পঞ্চায়েত এবং পুরসভার ওয়ার্ডের স্তরে এ জন্য শিবিরের আয়োজন করা হয়েছে। স্থানীয় স্কুল বা কলেজের ভবন বা কমিউনিটি সেন্টারে এই শিবিরগুলি চলবে। সরকারের ১০ টি প্রকল্পকে এই যোজনার আওতায় রাখা হয়েছে। স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী থেকে একশ দিনের কাজ সরকারি এই প্রকল্প থেকে যারা এখনও বঞ্চিত রয়েছেন তাদের অন্তর্ভুক্ত করা হবে। এজন্য ৪ রাউন্ডে ১ ডিসেম্বর থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত এই প্রক্রিয়া। মন্ত্রী ইন্দ্রনীল সেন জানিয়েছেন এখন শুধু কেন্দ্রই নয় অন্য রাজ্যও বাংলাকে অনুকরণের চেষ্টা করছে। এবিষয়ে সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব জানিয়েছেন স্বাস্থ্য সাথী কার্ড পেতে হলে গ্রাম পঞ্চায়েত স্তর এবং পৌর ওয়ার্ড স্তরে আয়োজিত ক্যাম্পে যেতে হবে। তিনি আরও জানিয়েছেন জাতিগত সংশাপত্রের জন্য ক্যাম্পে এসে আবেদন করা যাবে। খাদ্য সাথী থেকে ১০০ দিনের কাজ সবকিছুরই সমস্যা এই ক্যাম্প থেকেই সমাধান করা হবে।