বিশ্বভারতীর সমাবর্তনে পড়ুয়াদের জীবন এবং প্রকৃতি থেকে শিক্ষা নেওয়ার কথা বলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর এই শিক্ষাই মানুষের জীবনের সেরা শিক্ষা বলেও উল্লেখ করেছেন তিনি।
ছকে বাধা বক্তৃতা না করে রাজ্যপাল তাঁর জীবনের কিছু মজাদার কাহিনিও তুলে ধরেছেন। সচিব থাকাকালীন আদিবাসী জীবনের বাস্তবতা তাঁর বক্তব্যে যেমন উঠে এসেছে তেমনই শিক্ষা প্রতিষ্ঠানের সাংস্কৃতিক সচিব থাকাকালীন মজার কথাও বলেছেন তিনি। রাজ্যপালের কথা শুনে উপস্থিতি অধ্যাপক, পড়ুয়া থেকে অন্যান্যরা হেসে ওঠেন। বিশ্বভারতীর সমাবর্তনে এক অন্য মেজাজে ধরা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।