রেলের বেসরকারিকরণ করা হবে না। সংসদে এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মহারাষ্ট্রের এক সাংসদ রেলের বিভিন্ন উন্নয়নমূলক কাজ, স্টেশনের উন্নতির ব্যাপারে প্রশ্ন করেছিলেন।
তার জবাবে রেলমন্ত্রী বলেছেন, রেল এমনিতেই খুব জটিল একটা ব্যবস্থা। দেশের বিভিন্ন প্রান্তের যোগাযোগ ব্যবস্থা এবং পরিষেবা জড়িয়ে এর সঙ্গে। স্টেশনের বিষয়গুলি আরও জটিল। এই নিয়ে সরকার খুব পরিষ্কার সিদ্ধান্ত নিয়েছে। এই জন্য কয়েকটি পরীক্ষামূলক ভাবে পিপিপি মডেল ছাড়া দেশের প্রায় ১২০০ স্টেশনের উন্নয়ন নিজের টাকায় করছে সরকার। এতে বেসরকারি অংশীদারিত্ব নেই। রেলের পরিচালনার ব্যাপারেও সরকার পরিচ্ছন্ন সিদ্ধান্ত নিয়েছে। রেলের বেসরকারিকরণ করা হবে না।পাশাপাশি রেলের উন্নয়নে যে পরিকল্পনা নেওয়া হয়েছে তাতে আগামী ৫০ বছর কাজে লাগবে বলেও দাবি করেছেন অশ্বিনী বৈষ্ণব।