বিশ্ববাংলা ব অক্ষরে এবার অভিনব বিক্ষোভে ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার নীচে গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা। প্ল্যাকার্ডে লেখা ব- মানেই বখাটেদের চাকরি, বেকারত্বের আর্তনাদ, চাকরি বন্টন। কোনোও প্ল্যাকার্ডে লেখা হয়েছে ব মানেই বিলোপ, বান্ডিল।
বিশ্ববাংলার ব অক্ষরকে দিয়ে রাজ্যের বিরুদ্ধে এভাবেই প্রতিবাদের সামিল হয়েছেন চাকরিপ্রার্থীরা। বুধবার গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের অবস্থান ১৮৬ দিনে পড়েছে। চাকরিপ্রার্থীদের আর ভাওতাবাজি নয় এবার চাকরি দিতেই হবে।