গুয়েনায় স্কুলের ছাত্রবাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২০ জন শিশুর মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে গুয়েনার রাজধানী জর্জ টাউন থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে।
প্রশাসন সূত্রে খবর, মধ্য গুয়েনার জর্জ টাউনে মহদিয়া সেকেন্ডারি স্কুলের ছাত্রাবাসে বিধ্বংসী আগুন লাগে। সেই আগুনে কমপক্ষে ২০ জন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরও অনেকে।আহত শিশুদের জর্জ টাউনের দুটি বড় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসার যথোপযুক্ত ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ইরফান আলি। গুয়েনার স্বরাষ্ট্রমন্ত্রী রবসন বেন সহ সরকারের অন্যান্য শীর্ষ আধিকারিকেরা হাসপাতালেও গিয়েছেন।তবে স্কুলের ছাত্রাবাসে কিভাবে এই ভয়াবহ আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেত্রী তথা গুয়েনার সাংসদ নাতাশা সিং লিউইশ।