জিমন্যাস্টিক্সে ইতিহাস বাংলার দীপার 

0
98
History of Bengal in gymnastics
History of Bengal in gymnastics
প্রথম ভারতীয় হিসাবে এশিয়ান চ্যাম্পিয়নশিপে জিমন্যাস্টিক্সে সোনা জিতেছেন বাংলার দীপা কর্মকার।তাসখন্তে জিমন্যাস্টিক্সের ভল্ট ফাইনালে সোনা জিতেছেন ৩০ বছরের দীপা কর্মকার। ফাইনালে তাঁর গড় ১৩.৫৬৬। উত্তর কোরিয়ার দুই প্রতিযোগীকে হারিয়ে এই কীর্তি করেছেন তিনি। দ্বিতীয় স্থানে শেষ করে রুপো জিতেছেন কিম সন হ্যাং।
তাঁর গড় ১৩.৪৬৬। ব্রোঞ্জ জিতেছেন জো কিয়ং বিয়ল। তাঁর গড় ১২.৯৬৬। ফাইনালে টান টান লড়াইয়ের পরে শেষ হাসি হাসেন দীপা কর্মকার।২০১৬ সালের রিয়ো অলিম্পিক্সে অল্পের জন্য পদক হাতছাড়া করেছিলেন দীপা কর্মকার। ফাইনালে প্রোদুনোভা ভল্ট দিয়েছিলেন তিনি। তারপর থেকে ক্রমাগত চোট ভুগিয়েছে তাঁকে। আর সে ভাবে নিজেকে মেলে ধরতে পারেননি দীপা কর্মকার। ২০১৬ সালের এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন দীপা কর্মকার।এর মাঝেই ডোপ টেস্টে দোষী প্রমাণিত হওয়ায় শাস্তি পেতে হয়েছিল দীপা কর্মকারকে। তাঁকে ২১ মাসের জন্য নির্বাসিত করা হয়েছিল। নির্বাসন কাটিয়ে গত বছর ফিরেছেন তিনি।