গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হামাস

0
23
ছবি সৌজন্যে : এক্স
গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতিতে এ বার রাজি হয়েছে প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসও। আমেরিকা আগেই দাবি করেছিল, এই বিষয়ে রাজি হয়েছে ইজরায়েল। তার পরে হামাসকে হুঁশিয়ারিও দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই হামাস ঘোষণা করেছে, তারা যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানিয়েছে।
সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, হামাস একটি বিবৃতি দিয়ে বলেছে, মধ্যস্থতাকারীদের কাছে ইতিবাচক জবাব দেওয়া হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর করার জন্য যে আলোচনার প্রয়োজন, তার জন্য প্রস্তুত। আমেরিকা দাবি করেছে, ইজরায়েল আগেই সম্মতি জানিয়েছে। মনে করা হচ্ছে, এ বার গাজায় শান্তি ফিরতে পারে। হামাসের এই পদক্ষেপের প্রশংসা করেছেন প্যালেস্টাইনি-আমেরিকান বিশারা বাহ্‌বাহ্‌। তিনি সরাসরি হামাসের সঙ্গে এই নিয়ে কথা বলেছিলেন। মধ্যস্থতা করেছিলেন যুদ্ধবিরতি নিয়ে।
এ বার হামাস বিবৃতি দেওয়ার পরে বিশারার আশা, শীঘ্রই যুদ্ধ থামবে। অন্যদিকে, ইজরায়েলের একটি সূত্র বলছে, তারা প্রথম থেকেই আশা করেছিল যে, হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দেবে। যদিও প্রস্তাবের কিছু বিষয় পরে বদল করা হয়েছে, তবু তাদের আশা ছিল যে, যুদ্ধবিরতিতে সম্মত হবে হামাস। বিশারা মনে করছেন, এই কারণে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতিতে কোনও প্রভাব পড়বে না।