গঙ্গাসাগরের পর সংক্রমণ বাড়লে রাজ্য হাইকোর্টের রায়কে ঢাল করবে। এমনই আশঙ্কাপ্রকাশ করেছেন প্রদেশ সভাপতি অধীর চৌধুরি।
তিনি আশঙ্কাপ্রকাশ করে বলেছে এই পরিস্থিতিতে উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে যেন না চাপিয়ে দেওয়া হয়। বেলাগাম কোভিড সংক্রমণ নিয়ে অধীর চৌধুরি বলেছেন রাজ্য চাইছে বলে মেলা হচ্ছে। সরকার না চাইলে মেলা হত না। তাঁর কথায় হাইকোর্টকে সামনে রেখে রাজ্য সরকার দেখাতে চাইছে আদালত চেয়েছে বলে মেলা হচ্ছে। তাঁর কথায় হরিদ্বারে মকর স্নান বন্ধ করা হলেও এরাজ্যে এমনটা হয় না। ভবিষ্যতে সংক্রমণ বাড়লে রাজ্য সরকার বলবে হাইকোর্টের রায়ের এমনটা হয়েছে। তাঁর কথায় গঙ্গাসাগর মেলার নাম করে রাজনীতি না করাই ভাল। অধীর চৌধুরি আরও বলেছেন হাইকোর্টের রায় যদি বাস্তবায়িত হত তাহলে পশ্চিমবঙ্গে নির্বাচনে হিংসা, সংঘর্ষ হত না। তাই গঙ্গাসাগর নিয়ে হাইকোর্টের রায় সরকার কতটা মানবে তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।