Wednesday, February 21, 2024
Top Newsএইচডিএফসি : ক্ষতি এক লক্ষ কোটি টাকারও বেশি

এইচডিএফসি : ক্ষতি এক লক্ষ কোটি টাকারও বেশি

সংযুক্তিকরণের পর এক লক্ষ কোটি টাকারও বেশি ক্ষতির মুখে পড়েছে ভারতের সবচেয়ে বড় বেসরকারি ব্যাঙ্ক,এইচডিএফসি ব্যাঙ্ক।  সংযুক্তিকরণের পরে এই সংস্থার ক্ষতির পরিমাণ এক লক্ষ কোটি টাকার বেশি, যা ইন্ডাসইন্ড ব্যাঙ্কের সমগ্র মূলধনের চেয়ে,মার্কেট ক্যাপ বেশি।

 

আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক এবং ইয়েস ব্যাঙ্কের মোট মূলধনের যোগফলও এইচডিএফসি ব্যাঙ্কের ক্ষতির অঙ্কের চেয়ে কম। উল্লেখ্য ১ জুলাই সংযুক্তিকরণ ঘটেছে এইচডিএফসি ব্যাঙ্ক লিমিটেড এবং হাউজ়িং ডেভেলপমেন্ট ফিন্যান্স কর্পোরেশনের।এর পরই প্রথম ভারতীয় ব্যাঙ্ক হিসাবে বিশ্বের সবচেয়ে মূল্যবান বাঙ্কগুলির তালিকায় জায়গা পেয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক।১ জুলাই সংযুক্তিকরণের পরে ৩ জুলাই এইচডিএফসি ব্যাঙ্কের বাজারদর ছিল ১৭১৯.৮০ টাকা। তার পরেই টানা পতনের মুখে পড়ে, কয়েক বার আশার আলো দেখালেও সংযুক্তিকরণের আগের জায়গায় এই ব্যাঙ্কের শেয়ারের দাম পৌঁছয়নি। সম্প্রতি ১৫ সেপ্টেম্বর থেকে ফের বড় পতনের মুখে পড়েছে এই সংস্থা, ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বাজারদর কমেছে প্রায় আট শতাংশ।ইতিহাস বলছে, প্রতি ক্যালেন্ডার বর্ষের হিসাব ধরলে গত ন’ বছর এইচডিএফসি ব্যাঙ্ক ক্ষতির মুখে পড়েনি। ১৯৯৬ সাল থেকে মাত্র পাঁচ বারই ক্ষতির মুখ দেখেছে এইচডিএফসি ব্যাঙ্ক— ১৯৯৮, ২০০২, ২০০৮, ২০১১ এবং ২০১৩ সালে।স্মলক্যাপ লড়াই করলেও ফের পতনের সম্মুখীন হয়েছে শেয়ার বাজার।মঙ্গলবার ৭৮.২২ পয়েন্ট কমে ৬৫ হাজার ৯৪৫.৪৭ পয়েন্টে শেষ করেছে সেনসেক্স। অন্যদিকে, ৯.৮৫ পয়েন্ট নেমে ১৯ হাজার ৬৬৪.৭০ পয়েন্টে পৌঁছেছে নিফটি।সেক্টরগুলির তালিকায় বম্বে স্টক এক্সচেঞ্জে সবচেয়ে বেশি লাভ করেছে টেলিকম, ইন্ডাস্ট্রিয়ালস, এফএমসিজি। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এই তালিকায় রয়েছে স্মলক্যাপ ১০০, এফএমসিজি, স্মলক্যাপ ২৫০।

More News

শেয়ার বাজারে ধস, ৬০০ পয়েন্টেরও বেশি কমল সেনসেক্স 

0
ভ্যালেন্টাইন্স ডে'র দিনেই ক্ষতির মুখে শেয়ার বাজার। দিনের শুরুতেই ১৭৫ পয়েন্টের বেশি নিচে নামল নিফটি।...

সপ্তাহের শুরুতেই উর্ধ্বমুখী শেয়ার বাজার

0
সপ্তাহের শুরুতেই উর্ধ্বমুখী শেয়ার বাজার। সোমবার সেনসেক্স ১ হাজার ২৪০ পয়েন্ট বেড়ে সূচক ৭১ হাজার...

প্রসন্নর অফিস থেকে নথি বাজেয়াপ্ত ইডির

0
নিয়োগ দুর্নীতিতে মিডলম্যান প্রসন্ন রায়ের নিউটাউনের অফিস থেকে তিনটি ট্রলি ও ট্রাঙ্ক ভর্তি নথি বাজেয়াপ্ত...