কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী চারদিনে আরও বাড়বে তাপমাত্রার পারদ। পাশাপাশি বেলা বাড়লে গরম ও অস্বস্তি দুই চরম পর্যায়ে পৌঁছবে। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। একইসঙ্গে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে।
পরবর্তী তিন চার দিনে চার ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা বাড়তে পারে। পশ্চিমের জেলায় পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে। তবে ৩১ তারিখ স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। একইসঙ্গে ২ তারিখ থেকে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদে তাপপ্রবাহের সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস। ৩ তারিখ উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুরের তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।তবে আগামী ২ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গে পাঁচ জেলা যথাক্রমে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে তৈরি হয়েছে। রাজস্থানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আর সেই ঘূর্ণাবর্ত থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। আরও একটি অক্ষরেখা রয়েছে মধ্যপ্রদেশ থেকে তামিলনাড়ু পর্যন্ত। এর ফলে বাতাসে জলীয় বাষ্প আগের থেকে কিছুটা কমেছে। ফলত গরম বাড়ছে তরতরিয়ে।