বর্ষার খরা কাটিয়ে অবশেষে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস রবিবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলে আগামী কয়েকদিন বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলোয়।
সোমবার থেকে বৃহস্পতিবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি সহ দক্ষিণের প্রায় সব জেলাতেই। বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় মাইকিং করা হচ্ছে প্রশাসনের তরফে। এদিকে মানিকচক ব্লকের পশ্চিম নারায়ণপুরে ব্রজলাল টোলায় ভাঙতে শুরু করেছে গঙ্গার পার। অন্তত ৫০ টি পরিবার বাড়ি ঘর ছেড়ে পালিয়েছে। পরিবারগুলোকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য বিডিওকে নির্দেশ দিয়েছেন জেলাশাসক। ভাঙন রুখতে প্রশাসনিক তৎপতায় শুরু হয়েছে।