বিশ্বকর্মা পুজোর আনন্দে জল ঢেলে কলকাতা সহ দক্ষিণবঙ্গে দিনভর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সকাল থেকে শহরের আকাশে চলছে রোদ ও মেঘের লুকোচুরি।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বিহার থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত দিঘার উপর দিয়ে যে অক্ষরেখা গিয়েছে তার জেরেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। রবি ও সোমবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে। সম্প্রতি দক্ষিণবঙ্গে ক্রমাগত নিম্নচাপের জেরে গরম থেকে কিছুটা স্বস্তি পেয়েছিল শহরবাসি। তবে নিম্নচাপ কাটতেই আবারো অস্বস্তি ফিরতে পারে বলে মনে করা হচ্ছে। আগামী সপ্তাহে নতুন করে ঘূর্ণাবত সৃষ্টি হওয়ার কারণে মহালয়ার আগে আবারও বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছুঁতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস।